আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম রাজ্য আলাস্কায় ১০জন যাত্রী বহনকারী একটি ছোট বাণিজ্যিক বিমান নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিমানটি নিখোঁজ হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আলাস্কা রাজ্য পুলিশ জানিয়েছে, আলাস্কার স্থানীয় সময় বিকাল ৪টায় উনালাকিল্ট থেকে বেরিং এয়ার ক্যারাভান নোমের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ওড়ার পরেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৯ জন যাত্রী এবং একজন পাইলট ছিল।
দুটি শহর একে অপরের থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বিমানটির শেষ অবস্থান জানার জন্য কাজ করছে।
এর আগে, ৩০ জানুয়ারি ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। যার ফলে ৬৭ জন আরোহী নিহত হন। এই দুর্ঘটনার পরপরই ফিলাডেলফিয়ার ব্যস্ত এলাকায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত এবং ১৯ জন আহত হন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত