শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৯৮°সে

যুক্তরাষ্ট্রের ল্যাঙ্কাস্টারে দুই গাড়ির রেষারেষি গুলিতে চার বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক:

দুই গাড়ির রেষারেষিতে চার বছরের শিশুর মৃত্যু হল। মাতা-পিতার চোখের সামনেই তাদের চার বছরের শিশু সন্তানকে গুলি করে খুন করেছে গাড়ির চালক। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ল্যাঙ্কাস্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাস্তায় গাড়ি নিয়ে রেষারেষির সময় এক গাড়ির চালক অন্য একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেই গাড়িতে এক দম্পতি ছিলেন। সাথে ছিল তাদের চার বছরের সন্তান। দম্পতির চার বছরের শিশুটি পেছনের আসনে বসে ছিল। গুলিটি ওই শিশুর গায়ে এসে লাগে। এরপরই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তাতে কোন কাজ হয়নি।

লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগ জানিয়েছে, গাড়ি পাশ কাটানো নিয়ে ঝামেলার সূত্রপাত। ল্যাঙ্কাস্টারের একটি সড়কে ওই পরিবারের গাড়ি পাশ কাটিয়ে বেরোনোর চেষ্টা করতে গেলে দুই গাড়ির মধ্যে রেষারেষি হয়। তখনই এক গাড়ির চালক ওই দম্পতির গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেই গুলি দম্পতির ছেলের গায়ে লাগে। এতে ওই শিশুটির মৃত্যু হয়।

রোববার (১৭ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্ন্টমেন্ট বিবৃতিতে জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে একজন পুরুষ (২৯) ও একজন নারীকে (২৭) সন্দেহভাজন হিসেবে আটক করা করা হয়েছে। এখনো তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ল্যাঙ্কাস্টারের মেয়র আর রেক্স প্যারিস বলেন, ‘এই ঘটনা অকল্পনীয়। এটা আমাদের পরিবারের কারো সাথে হতে পারত।’

সূত্র-সিএন

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকায় খাদ্য ব্যবসায়ীরা
হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’র দেখা মিলল নিউইয়র্কে
নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পচিম প্রথম আলো , ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে

আরও খবর