অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নেভাদার এলকো এলাকায় ঝিঁঝি পোকা যেন মানুষকে কুপোকাত করে চলেছে। ঝিঁঝি পোকার আক্রমণে ওই এলাকায় কোনো ফসলের ক্ষতি হয়নি।
শনিবার ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে লাখো পোকা আশ্রয় নিয়েছে রাস্তায়, বাড়ির আশপাশে। এতে মানুষ চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে। জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
এ ভিডিওতে দেখা গেছে, মানুষের বাড়ির আশপাশে, এমনকি বাড়ির পাশে রাখা গাড়ির চারপাশ ভরে গেছে ঝিঁঝি পোকায়। পোকার উৎপাতে সেখানকার একটি হাসপাতালের প্রবেশমুখও বন্ধ করতে হয়েছে। এতে বিরক্ত সেখানকার সাধারণ মানুষ। এমন পরিস্থিতির জন্য মানুষকেই দায়ী করছেন নেভাদার কীটতত্ত্ববিদ জেফ নাইট।