1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন বাবা - Voice of New Jersey
লিড নিউজ

মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

মমিনুল ইসলাম মোল্লা,মুরাদনগর,কুমিল্লা প্রতিনিধি।।
মুরাদনগরে মাদকাসক্ত সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে সামাজিক ও পারিবারিক সম্মান রক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এক অভিভাবক। নিজের কনিষ্ঠ পুত্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল সম্পর্ক ছিন্ন করেছেন পিতা মোঃ মফিজুল ইসলাম। এঘটনায় সোস্যাল মিডিয়া ফেসবুক ও স্হানীয়দের মাঝে চলছে নানা প্রতিক্রিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মফিজুল ইসলাম, পিতা- আব্দুল জব্বার, মাতা- রাজিয়া বেগম, গ্রাম- নগরপাড়, ডাকঘর- কোম্পানীগঞ্জ, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা— সম্প্রতি নোটারী পাবলিক, কুমিল্লা কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে (নং-৫৫৬/২৪-০৪-২০২৫) তাঁর পুত্র মোঃ নাঈম সরকার (১৯) এর সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, নাঈম সরকার একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মদ, গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্যে জড়িয়ে সে প্রতিনিয়ত পরিবারে অশান্তি সৃষ্টি করে। গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করাসহ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। এমনকি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এমন কিছু কার্যকলাপেও সে লিপ্ত রয়েছে যা পরিবার ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।

বিষয়টি বিবেচনায় এনে পিতা মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।”

তিনি আরও জানান, এখন থেকে নাঈম সরকারের কোনো পারিবারিক সম্পত্তি, আর্থিক সুবিধা কিংবা আইনগত অধিকার থাকবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুত্রের সমস্ত অধিকার প্রত্যাহার করে নিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT