শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -২.৩৮°সে

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে স্তন্যপায়ীদের শরীরেও ‘বার্ড ফ্লু’র সন্ধান

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বার্ড ফ্লু’-র প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে রীতিমতো আতঙ্কে দেশটি। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১ টি রাজ্যে ‘বার্ড ফ্লু’-র নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে। ৩১ টি রাজ্যে অসংখ্য বিড়াল এবং কুকুরের দেহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু’) নতুন প্রজাতি জুনোটিক ট্রান্সমিশনের খোঁজ মিলেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে জুনোটিক সংক্রমণের বৃদ্ধি লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের চারজন ব্যক্তির শরীর থেকেও এই ভাইরাস এর খোঁজ মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু’র সংক্রমণ দ্রুতহারে প্রসারিত হচ্ছে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। আগে বার্ড ফ্লু’ বন্য পাখি এবং গার্হস্থ্য হাঁস-মুরগির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ভাইরাসটি কুকুর ও বিড়ালের শরীরেও পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যের কুকুর ও বিড়ালের মধ্যে বার্ড ফ্লু’ ভাইরাস সনাক্ত করা হয়েছে, সুতরাং বার্ড ফ্লু এই মূহুর্তে শুধু পাখিদের শরীরেই বহন করছে না। পশুদের শরীরেও বইছে বার্ড ফ্লু’র সংক্রমণ।

আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সংক্রমণ এখনও পর্যন্ত ১২টি রাজ্যে গরু থেকে ইঁদুর, শিয়াল, সিংহ এবং আলপাকাসে ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানাচ্ছে, ভাইরাসটি দুগ্ধজাত পণ্যকে প্রভাবিত করবে না। কিন্তু ইতিমধ্যেই ভাইরাপটি দেশব্যাপী দুগ্ধজাত গরুর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। গত কয়েক মাসে ৯০ টিরও বেশি পশুপালকে প্রভাবিত করেছে। ইতিমধ্যেই এইচ৫এন১ ভাইরাসটির খোঁজ মিলেছে পোল্ট্রি, দুগ্ধ এবং তিনজন খামারের কর্মীর শরীরে। কিন্তু বিড়াল এবং কুকুরের মধ্যে সংক্রমণের বিরল দৃষ্টান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা।

১ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯ টি রাজ্যে প্রায় ২১ টি গৃহপালিত বিড়াল এই রোগে আক্রান্ত হয়েছে। রিপোর্ট অনুসারে, যখন দুগ্ধ খামারগুলিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছিল, তখন কয়েকটি অসুস্থ এবং মৃত বিড়ালের অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছে। গবেষকরা দীর্ঘদিন ধরেই সচেতন যে বিড়ালদের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হওয়ার ঝুঁকি রয়েছে। যারা বার্ড ফ্লুতে ইতিবাচক পরীক্ষা করেছেন তাদের মধ্যে পোষা বিড়াল রয়েছে। কুকুরেরও কিছু রিপোর্ট আছে, যদিও সংখ্যাটা কম, কিন্তু উদ্বেগ রয়ে গেছে। এইচ৫এন১, বার্ড ফ্লুর একটি নতুন সংস্করণ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পলাশবাড়ীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ২

আরও খবর