1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই:সাবেক এমপি হাজী ইয়াসিন - Voice of New Jersey
লিড নিউজ

মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই:সাবেক এমপি হাজী ইয়াসিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কুমিল্লার সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে, তখন অন্য কাজে মন যাবে না। অলস সময়ে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো, তাহলে তোমরা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে।

শুক্রবার ৯মে সন্ধ্যা ৭টায় কুমিল্লা হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে চর্থা প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা ২০২৫ ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

এই ফাইনাল ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে ব্রাদার্স ওরিয়র্স বনাম মাস্টার্ মাইন্ডন একাদশ। খেলায় ব্রাদার্স ওরিয়র্স ২৪ রানে মাস্টার্ মাইন্ডন একাদশকে পরাজিত করে চেম্পীয়ান হবার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক ও সামাজিক সমাজ সেবা মূলক সংগঠন বিবেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।

মহানগর বিএনপির সাংঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ার হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা ও চর্থা এলাকাবাসী ইকরাম হোসেন তাজ,আমীর হোসেন আমীর ।

টুনামেন্ট পরিচালনায় যারা ছিলেন তারা হলেন সৈকত জাহান,মিনাজ সিয়াম,জুম্মন হোসেন সুমন,ইয়াসমিন হোসেন, রিগ্যান, আহসান রাব্বি,ফয়সাল, সুমন, আশিক, শুভ ও রবিন।

টুনামেন্ট পরিচালনায় জানান,গত ২ মাস আগে টূর্ণামেন্টের খেলা শুরু হয়। ১৬টি টিম এই খেলায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে চেম্পীয়ান দলকে ওয়ালটন ফ্রিজ ও রানার আপ দলকে এল ই ডি টিভি পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT