মমিনুল ইসলাম মোল্লা মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামে মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে। এসময় রুবির আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হন এবং তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন-চার দিন আগে এক মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রুবি আক্তার ও তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় রুবি ও তার ছেলে কয়েকজনকে মারধর করেন। এরই জেরে বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামের উত্তেজিত এলাকাবাসী একত্র হয়ে রুবির বাড়িতে হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই মারা যান রুবি, রাসেল ও জোনাকি।
এলাকাবাসীর দাবি, রুবি বেগম ও তার পরিবার মাদক ব্যবসা, প্রতারণা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগও আছে রুবির বিরুদ্ধে।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, “নিহতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ছিল। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। যারাই এতে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ থানায় নিয়ে যায়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত