আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ একটি ফেসবুক পোস্টে মহানবী সা.কে নিয়ে কটূক্তির অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিপ্লব কুমার বিপুল নামের এক যুবককে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকার ভাটারা থানা পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার বিপুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বিপ্লব কুমার বিপুল উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনি গ্রামের (কাদের মিয়ার রেলগেট) এলাকার মৃত প্রমথ কুমারের ছেলে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়লে উত্তর হাটবামুনি গ্রামে (কাদের মিয়ার রেলগেট) বিপ্লবের বাড়িতে শত শত মানুষ অবস্থান নেয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপ্লবকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাজহারুল ইসলাম মাজেদ বলেন, একটি ফেসবুক পোস্টে নবী করিম সা.কে নিয়ে খারাপ মন্তব্য করেছে বিপ্লব কুমার বিপুল। পরে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে জড়ো হয়েছিল। তবে পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধনের ডাক দিয়েছিল এলাকাবাসী। তবে এর মধ্যেই বিপ্লব কুমার বিপুলকে ঢাকায় গ্রেফতারের খবর পাওয়ায় কর্মসূচি স্থগিত করে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত