ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কলতাপাড়া প্রগতি ফিড মিলের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), ভাংনামারি চরের মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), নগরীর নাটকঘর লেন এলাকার সাইফুল ইসলামের মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ভাংনামারি চরের নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও মোহাম্মদ মানিক মিয়ার মেয়ে মাহি (১৪)।
গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার জানান, ছয় জন যাত্রী নিয়ে গৌরীপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। ব্যাটারি চালিত যানটি কলতাপাড়া প্রগতি ফিড মিলের সামনে পৌঁছলে ময়মনসিংহগামী একাটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ও ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ওসি বলেন, ‘ঘাতক ট্রাক এবং এর চালক ও হেলপার পালিয়ে গেছে। অটোরিকশার চালকও পালিয়ে গেছে।’