1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - Voice of New Jersey

মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় মেয়াদে হােয়াইট হাউজে বসার আগে, মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র ব্রুক রোলিন্সকে মনোনীত করেছেন তিনি। বিবিসি অনুসারে, এর মধ্য দিয়ে প্রশাসন সাজানোর কাজ সমাপ্ত করলেন ট্রাম্প।

যদিও নতুন প্রশাসনে প্রায় ৪ হাজারের মতো নতুন জনশক্তি নিয়োগ করার কথা রয়েছে। তবে ১৫ জন ব্যক্তিকে নিয়ে শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার গঠন এরইমধ্যে শেষ হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) নিজস্ব সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রুক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দিবেন। ’ ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।

৫২ বছর বয়সি রোলিন্স রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সিইও। যেটা ট্রাম্পের এজেন্ডা প্রচারের জন্য নিবেদিত একটি অলাভজনক সংস্থা হিসেবে বিবেচিত। এতোদিন ট্রাম্পের পক্ষ হয়ে লড়ার পুরষ্কারই যেনো পেলেন তিনি।

ট্রাম্পের ঘােষণার পর এক প্রতিক্রিয়ায় রোলিন্স এক্সে লিখেছে, ‘আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট, পরবর্তী মার্কিন কৃষি সচিব হিসেবে কাজ করার সুযোগের জন্য। আমেরিকার কৃষক এবং আমাদের জাতির কৃষি সম্প্রদায়ের জন্য লড়াই করা আমার জীবনের সম্মান হবে। গ্লেন রোজ, টিএক্সের একটি ছোট-শহরের মেয়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি। এটা সর্বশ্রেষ্ঠসত্যিকারের আমেরিকান ড্রিম’।

এর আগে রোলেন্স ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ব্রুক রোলিন্স আমেরিকান ইনোভেমন এন্ড অ্যাকটিং ডিরেক্টর অব দ্য ডমেস্ট্রিক পলিসি কাউন্সিলের পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয়ভাবে গড়ে ওঠা কৃষি ক্লাব ফোরএইচ এর সঙ্গেও যুক্ত ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসরারে, রোলিন্স টেক্সাসের এ এন্ড এম বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে কৃষির ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইনজীবী হিসেবেও কাজ করেন।

শেষ পর্যন্ত মার্কিন সিনেট তাকে নির্বাচিত করলে তিনি, কৃষকদের ভর্তুকি, ফেডারেল পুষ্টি প্রোগ্রামসহ খাদ্য এবং বনায়ন ইন্ডাস্ট্রির মতো বিষয়গুলো দেখবাল করবেন।

এছাড়া তিনি কানাডা, চীন ও মেক্সিকোর সঙ্গে বাণিজিক চুক্তির বিষয়ে পুনরায় আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যদিও ট্রাম্প আগে থেকেই এখানে অধিকতর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT