যশোর প্রতিনিধি:
ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।চিকিৎসার জন্য তারা সোমবার সকাল ১০টার দিকে ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের সাতদোহা এলাকার স্বপন পাণ্ডের সন্তান।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পাণ্ডের ছেলেমেয়ে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদের ঢাকার নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত