লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এই পরিদর্শনের অংশ হিসেবে তারা আজ সোমবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা বেলা ১২টায় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৫ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী সচিব, ১ জন সহকারী জেলা কমান্ড্যান্ট, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন মাশরুম উন্নয়ন কর্মকর্তা, ১ জন সহকারী নিয়ন্ত্রক এবং ২ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত