অনলাইন ডেস্ক:পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোর (পঞ্চম তলা) ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি ভবনের সামনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আনুমানিক১০–১২ জনকে আটক করে ভবনের নিচতলায় নিয়ে এসেছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সাইফুর রহমানকে কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তার জবাব চান কর্মকর্তা–কর্মচারীরা। তাদের অনেকে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন।
শেরে বাংলা থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির বলেন, ‘এখনো অফিসাররা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছেন। পুলিশ ও সেনাবাহিনী প্রবেশ করায় তারা আরও ক্ষুব্ধ। তাদের বোঝানো যাচ্ছে না।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত