অনলাইন ডেস্ক: যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন ও তার মেয়ে ঐশী নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন, আরেক মেয়ে তায়েবা ও পথচারী ওসমান আলী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রুবেল হোসেন (৩৫) খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। আহত ওসমান আলী (১৯) যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবু শেখের ছেলে।
হাইওয়ে পুলিশের নাভারণ থানার এসআই ইউসুফ শেখ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোরগামী একটি বাস বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশী (১০) মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও আরেক মেয়ে তায়েবাকে (৪) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলী আহত হন।
তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।