রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -৬.১৯°সে
সর্বশেষ:
শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০ ট্রাম্প ‘আবর্জনা’ ফেলার বদলে মন্ত্রিসভায় নিচ্ছেন বিল পাস করে অবশেষে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪ রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে পলাশবাড়ীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ২

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ব্যয় ১০ লক্ষাধিক ডলার

অনলাইন ডেস্ক:
সদ্য সমাপ্ত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ১০ লক্ষাধিক ডলার ব্যয় হয়েছে বলে প্রাথমিক হিসেবে জানা গেছে। এরমধ্যে নির্বাচন কমিশনের ব্যয় দুই লক্ষাধিক, বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের চার লক্ষাধিক আর বিজিত ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী ব্যয় হচ্ছে তিন লক্ষাধিক ডলার। সংশ্লিস্ট সূত্রের প্রাথমিক হিসেবে এই তথ্য জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন আগামী ৬ নভেম্বর বুধবার নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রোববার যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনির সাথে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী ব্যয় প্রসঙ্গে বলেন, আমরা অতীতের অভিজ্ঞতার আলোকে এবছর চেষ্টা করেছি সম্ভব স্বল্প খরচের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তিনি জানান, এবারের নির্বাচনী সকল ব্যয় হিসাব-নিকাশ করা হয়নি তবে প্রাথমিক হিসেবে কমিশনের দুই লক্ষাধিক ডলার খরচ হতে পারে বলেই আমার ধারণা। তবে এই হিসাব একেবারেই প্রথমিক। তিনি জানান, নির্বাচনী ব্যয়ের মোটা অর্থ খরচ হয়েছে ভোটের দিন।
প্রসঙ্গত জামাল আহমেদ জনি জানান, আগামী ৬ অক্টোবর বুধবার বিকেল ৫টায় সোসাইটি অফিসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এসময় সোসাইটির কর্মকর্তা, প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হবে।
অপরদিকে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনে প্রাথমিক হিসেবে ব্যয় হয়েছে চার লক্ষাধিক ডলার। এমন তথ্য জানিয়েছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নির্বাচনী ব্যয়ের মধ্যে ভোটার সদস্য/নবায়নে মোটা অর্থ ব্যয় হয়েছে। এর বাইরে নির্বাচনী প্রচার, সভা-সমাবেশ, পোষ্টার, অ্যাপায়ন এবং ভোটের দিন অন্যান্য জরুরী বিষয়ে অর্থ ব্যয় হয়েছে। এই প্যানেলের ব্যয়ের মোটা অর্থ এসেছে, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং নির্বাচন পরিচারণা কমিটির আহŸায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজের ডোনেশন থেকে। এর বাইরে প্রার্থী, শুভাকাঙ্খী ও অন্যান্য মহল থেকেও অর্থের যোগান এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিত ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী প্রাথমিক ব্যয় হচ্ছে তিন লক্ষাধিক ডলার। এমন তথ্য জানিয়েছেন সভাপতি পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী। নির্বাচনী ব্যয়ের মধ্যে ভোটার সদস্য/নবায়নে মোটা অর্থ ব্যয় হয়েছে। এর বাইরে নির্বাচনী প্রচার, সভা-সমাবেশ, পোষ্টার, অ্যাপায়ন এবং ভোটের দিন অন্যান্য জরুরী বিষয়ে অর্থ ব্যয় হয়েছে। এই প্যানেলের ব্যয়ের মোটা অর্থ এসেছে, সভাপতি পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টুর ডোনেশন থেকে। এর বাইরে প্রার্থী, শুভাকাঙ্খী ও অন্যান্য মহল থেকেও অর্থের যোগান এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‘রুহুল-জাহিদ’ প্যানেলের নির্বাচনী ব্যয়ের মোটা অর্থের যোগান দিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু।

সূত্র-হককথা

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকায় খাদ্য ব্যবসায়ীরা
হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’র দেখা মিলল নিউইয়র্কে
নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পচিম প্রথম আলো , ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে

আরও খবর