স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল গতকাল ১৪ মার্চ শুক্রবার বিকাল চারটায় নগরের ষোলশহর এলাকার একটা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো মহসিন উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম মাসুম হান্নান,ময়মনসিংহ জেলা সভাপতি সারোয়ার হোসেন, প্রোগ্রাম চেয়ারম্যান আমির হোসেন।
প্রোগ্রাম সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন মো: রেজওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, প্রোগ্রাম সদস্য সচিব মো: হাবিবুর রহমান, মোঃ তৌহিদ,আনোয়ার হোসেন সবুজ, জিলানী, আসমা, আবু বক্বর, রিয়াদুল, সেলিম আজাদ, মোঃ ইয়াছিন আকাশ, শামসুল আলম, বাপ্পি, জুলেখা, তারেক, মাসুম জামশেদ, মোরশেদ আলম, জাবেদ আজিজ, মোবারক, দিলদার, মো হোসাইন, সাইদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত