নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ অস্থির হলে সেভেন স্টিস্টার্স স্থির থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।শনিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আয়োজনে ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে’ সমাবেশে নুর এ কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘বাংলাদেশে অস্থিরতা তৈরি করলে ভারতের সেভেন স্টিস্টার্স স্থির থাকবে না।’
তিনি আরও বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, তবে আওয়ামী লীগ ও দিল্লির ষড়যন্ত্র এক ও অভিন্ন। তাদের ষড়যন্ত্র থেমে নেই।
গণঅধিকার পরিষদের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলীয় মুখপাত্র মো. ফারুক হাসান, জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর মতিন স্বাধীন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ, রংপুর বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির, নীলফামারী ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে উদার প্রমুখ।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত