অনলাইন ডেস্ক:
আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন পাশ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা ( ইউএসটিআর)।
বুধবার বাংলাদেশের সঙ্গে টিকফা বৈঠকে এ তাগিদ দেন এ সংস্থার প্রতিনিধিদল।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সচিব আরও বলেন, ওই বৈঠকে আরও ইস্যু নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির শুল্ক সুবিধা চাওয়া হয়েছে।