রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেওয়া ছিনতাই মামলার আসামি সাংবাদিক ইকবাল শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার দুপুরে পাট্টা এলাকা থেকে ইকবাল শেখকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল শেখ পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের বাসিন্দা। তিনি মফস্বল বার্তা নামের একটি পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা শাখার জিয়া সাইবার ফোর্সের সহ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ পাংশা উপজেলার পাট্টা হাইস্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে উত্তর বিশ্বাস মাজাইল গ্রামের মিজানুর রহমান ও তার সঙ্গী আব্দুল লতিফ জমি রেজিস্ট্রির জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ইকবাল শেখ, মো. তাহের, সোহান বিশ্বাস ও তরিকুল ইসলাম অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা চিৎকার করলে ছিনতাইকারীরা তাদের পিটিয়ে আহত করে এবং ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২০ মার্চ মিজানুর রহমান বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা বলেন, গত ৫ আগস্টের পর থেকে নিজেকে ক্ষমতাধর ভেবে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল এ ইকবাল। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্য বলেও প্রচার করতেন। গ্রেপ্তার হওয়ার আগে ফেসবুক লাইভে ইকবালকে দেখা যায় পুলিশের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ইকবাল শেখ আমাদের ক্লাবের সদস্য নয়। ’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘গ্রেপ্তার ইকবাল শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে প্রকৃতপক্ষে তার কোনো সাংবাদিক পরিচিতি নেই। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ’