1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি - Voice of New Jersey
লিড নিউজ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ১০টি ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি:ফেনীতে ভারি বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধর এলাকায় তিনটি, ফুলগাজী উপজেলার দেড়পাড়ায় দুইটি, নাপিত কোনায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

এছাড়া সিলোনিয়া নদীর মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া ও মেলাঘর কবরস্থানের পাশে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অন্তত ১৫ গ্রামের হাজারো মানুষ।

এদিকে রাতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফুলগাজী পরশুরাম উপজেলা পরিদর্শন করেছেন। এইসব এলাকার ৪৩ টি স্কুল মাদ্রাসাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT