পার্বতীপুর প্রতিনিধি:প্রেস ক্লাব পার্বতীপুর’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাপ্তাহিক ‘দিনাজপুরের কাগজ’র সম্পাদক ও প্রকাশক ও দ্য নিউ নেশন পত্রিকার প্রতিনিধি শামসুল হুদাকে সভাপতি এবং মোহনা টিভির প্রতিনিধি হাবিব ইফতেখারকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার নতুনবাজার জসিম উদ্দিন সড়কের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি মুসলিমুর রহমান (দৈনিক যুগান্তর), সহ সভাপতি আতিকুর রহমান (গণকণ্ঠ), সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম (এম কে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ), লিমন হায়দার (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান বাবুল (মানবকথা ডট কম), মমিনুল ইসলাম ডাক্তার (দিনাজপুরের কাগজ), কোষাধ্যক্ষ মশিউর রহমান (দিনাজপুরের কাগজ), দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম (পিবিএন নিউজ ২৪), প্রচার সম্পাদক খোলাফায়ে রাশেদীন (দৈনিক স্বাধীন ভাষা) তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল (মানবকথা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাংগীর আলম (দিনাজপুর ২৪ ডট কম), আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক (দিনাজপুরের কাগজ)।
এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন- মেসবাহুল ফেরদৌস (দিনাজপুরের কাগজ) একরামুল হক বেলাল (ভোরের ডাক), মিজানুর রহমান মিজান (দিনাজপুরের কাগজ) মোশারফ হোসেনকে (জাগো বাহে রংপুর)।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত