আন্তর্জাতিক ডেস্ক:প্যারিসের রেল স্টেশনে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের একটি বোমা পাওয়া গিয়েছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে।আজ শুক্রবার সকালে বোমাটি পাওয়া যায়।
ফরাসি সংবাদমাধ্যমগুলো জানায়, বোমাটি দেখা যাওয়ার ফলে ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়।
কর্তৃপক্ষ ঝুঁকি মোকাবেলায় এলাকাটি সুরক্ষিত রাখার কারণে যাত্রীরা ব্যাপকভাবে বিড়ম্বনার সম্মুখীন হন। ‘এসএনসিএফ’ রেল কোম্পানি বলেছে, সেন্ট ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ বোমাটি পাওয়া গেছে।
এরপর শুক্রবার সকাল থেকেই রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়ে হাজারো মানুষ। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আভাস মেলেনি।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত