স্পোর্টস ডেস্ক :
নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম আসরে শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) নিউইয়র্ক।
সোমবার ডালাসে ফাইনালে পুরানের তান্ডবে সিয়াটল ওর্কাসকে সাত উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি।
কুইন্টন ডি ককের ৫২ বলে ৮৭ রানের ইনিংসে ২০ ওভারে নয় উইকেটে ১৮৩ রান তুলেছিল সিয়াটল। চার ওভারে মাত্র নয় রান দিয়ে তিন উইকেট নেন নিউইয়র্কের আফগান স্পিনার রশিদ খান।
রান তাড়ায় পুরানের ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় সাজানো ১৩৭ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ২৪ বল হাতে রেখে জেতে নিউইয়র্ক। মাত্র ৪০ বলে সেঞ্চুরি স্পর্শ করে ম্যাচসেরা পুরান।