স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিকদল ( রেজি নং ২৯৫০) এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল চারটায় নগরের অলংকার মোর অলংকার শপিং কমপ্লেক্সের সামনে সংগঠনের সভাপতি মো : মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : আফসার মিয়া সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মো: বাবুল হক।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি দিদারুল ফেরদৌস দিদার।
বিশেষ অতিথি ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা নাজিম উদ্দীন সোহেল।
সভায় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তার রাজনৈতিক দর্শন ছিল সাধারণ মানুষের ভাগ্যোন্নন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এরশাদ উল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মোহাম্মদ পারভেজ, মেঘ রাণী, মোহাম্মদ সোহেল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কাউসার, পাহাড়তলী থানা শ্রমিক দলের সহ সভাপতি মো : আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো : শফিউল বশর শফি, সংগঠনের সহ সভাপতি মো : সোলাইমান মনির, মো : সুলতান, মোহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংগঠনের কার্যকরী কমিটির ২১ সদস্য ও সাধারণ সদস্য ২৫০ জনের মধ্যে সদস্য আইডি কার্ড বিতরণ করেন।