শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৬৩°সে

পরকীয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পরকীয়ায় রাজি না হওয়ায় শাহনাজ আক্তার পিংকি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ওই সময় গৃহবধূর সঙ্গে থাকা শ্বশুর রেজাউল হককেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই ইউনিয়নের শ্রীরাম ভূঁইয়া বাড়ির গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের বাবা বিল্লাল হোসেন বলেন, সকালে আমার মেয়ে তার শ্বশুরসহ আমাদের বাড়িতে আসছিল। চৌমুহনী উত্তর বাজারে পৌর হাজীপুরে ৪নং ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির মসজিদের সামনে তাদের পথরোধ করে খালেদ সাইফুল্লাহ নামে এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে আমার মেয়ে ও তার সঙ্গে থাকা শ্বশুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত শ্বশুরকে আশঙ্কাজনক অবস্থায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘাতক সাইফুল্লাহ একই বাড়ির ডিশ লিটনের ছেলে।

নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি জানান, পারিবারিকভাবে ১৬ বছর আগে পিংকির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। পিংকির মোবাইলটি নষ্ট হয়ে গেলে তার বড় ছেলের মাধ্যমে খালেদ সাইফুল্লাহর কাছে ঠিক করতে দেন। খালেদ সাইফুল্লাহ মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক করতে চায়। এ নিয়ে তার কাছ থেকে ৫-৭ লাখ টাকা নেয়। পরে স্বামী বিদেশে চলে গেলে আবারো এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মঙ্গলবার সকালে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, আগে থেকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। যদিও একজনের নাম উঠে এসেছে, তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪
রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে

আরও খবর