দুমকি প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ফেমাস ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩টায় দুমকির মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় এ ঘটনা ঘটে।
আদালতের সঙ্গে থাকা সদস্যরা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ভাটাটির মালিক পক্ষের লোকজন প্রশাসনের সঙ্গে থাকা ৩ থেকে ৪ জনকে মারধর করে।
এদিকে অভিযান চলাকালে ইটভাটাটি পরিচালনার দায়িত্বে থাকা মো. কাউয়ূমসহ কয়েকজন শ্রমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, অভিযানে এসে প্রথমে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তা দিতে না পারায় ভাটা ভেঙ্গে ফেলা হচ্ছে।
মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করলে তারা বাধা দিয়েছেন। প্রশাসনের লোকজন চাঁদা দাবি করেছে বলেও তারা অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নূরুল আখতার নিলয় যুগান্তরকে বলেন, ভাটাটির দুটি চলমান চুল্লি ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে ভাটার মালিকপক্ষ তার সঙ্গে থাকা লোকজনের ওপর আক্রমণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সেখান থেকে চলে আসেন।
টাকা চাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মোবাইল কোর্টে জরিমানার কথা বলা হচ্ছে। ওনারা যখন বাধা দিচ্ছিল তখন বলা হয়েছিল এখানে উপস্থিত থাকলে কাজে বাধা দেওয়ার কারণে মোবাইল কোর্টে জরিমানা করা হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ সেখান থেকেই নির্ধারণ করা হবে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত