বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে নিউ জার্সির মিডলসেক্স কাউন্টির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে নিউ জার্সির মিডলসেক্স কাউন্টির ওই আত্মীয়র বাড়ি থেকে স্বামী-স্ত্রী দিলিপকুমার ও বিন্দু ও ৩৮ বছর বয়সী ছেলে ইয়াশকুমার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।
এদিকে নিউ জার্সির মিডলসেক্স কাউন্টির এলাকায় এই ঘটনার পর থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে।