বিশেষ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্কে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশ্রাফউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রোববার ভোররাতে নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি অ্যামাজনে কাজ করতেন।
মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহুবছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী। রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত।
আশ্রাফউদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া গেলে নিউ ইয়র্কেই তাকে দাফন করা হবে।