বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র :
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় রাডগার্স স্কুল অফ নার্সিং- বিভাগের সমাপনী পরীক্ষায় সম্মিলিত জাতীয় মেধা তালিকায় থেকে কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন করেছে
বাংলাদেশি আমেরিকান ফাবিহা চৌধুরী।
ফাবিহা চৌধুরী নিউজার্সির প্যাটারসন সিটির বাংলাদেশি কমিনিউটির পরিচিত মুখ রেজাউল করিম চৌধুরী ও ফাতেমা তুজ জোহরা সুইটি’র কনিষ্ঠ সন্তান। ফাবিহার পিতা রেজাউল করিম চৌধুরী সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্র ইনক্’র বর্তমান সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ।
ফাবিহা তার এ ফলাফলের জন্য স্কুল এবং কলেজের শিক্ষকগণ এবং পিতামাতা ও বড় ভাইও বোনের কাছে কৃতজ্ঞ। সে ভবিশ্যতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়। ফাবিহা’র জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে।