শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৯৮°সে

নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের চার ষ্টেটে বিভক্ত ফোবানা সম্মেলন শুরু : ঐক্যের দাবী প্রবাসীদের

অনলাইন ডেস্ক:
উত্তর আমেরিকার লেবার ডে উইকেন্ড ঘিরে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের চার ষ্টেটে শুরু হয়েছে বিভক্ত ফোবানা সম্মেলন শুরু। এবারের সম্মেলন হচ্ছে ৩৮তম ফোবানা সম্মেলন। শুক্রবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে রোববার পর্যন্ত অর্থাৎ ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর। সম্মেলনগুলোর অনুষ্ঠানমাল মধ্যে থাকছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, রকমারী স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। খবর ইউএনএ’র।

নিউইয়র্কের ফোবানা সম্মেলন শুরু হয়েছে ম্যারিয়ট নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট হোটেলে। এই সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এবিসিসিআই)। এর সম্মেলনের চেয়ারম্যান গিয়াস আহমেদ এবং এক্সিকিউটিভ সেক্রেটারী দেওয়ান এ আজিম জুয়েল, কনভেনর আসিফ বারী টুটুল এবং মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান।

ম্যারিল্যান্ডের হোটেল হিলটন গেইটসবার্গে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন ইনক। এই সম্মেলনের চেয়ারম্যান শাহ নেওয়াজ আর এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন কাজী সাখাওয়াত হোসেন আযম, কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু এবং মেম্বার সেক্রেটারী মোহাম্মদ সারওয়ার মিয়া।

‘চেতনায় বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। এই সম্মেলনের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, কনভেনর রোকসানা পারভীন এবং মেম্বার সেক্রেটারী আবু রুমি।

অপরদিকে মিশিগানের ডেট্রয়েটের জায়নি ফিল্ডে অনুষ্ঠিত সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান। এই সম্মেলনের চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারী হচ্ছেন ড. রফিক খান, কনভেনর কামরুল হুদা রাসেল এবং মেম্বার সেক্রেটারী খালেদ হোসাইন।

তিনদিনব্যাপী ফোবানা সম্মেলনের কথা বলা হলেও মূল অনুষ্ঠানমালা হচ্ছে শনিবার ও রোববার। এদিকে ফোবানা বিভক্ত হওয়ার ফলে সম্মেলনগুলোতে প্রবাসীদের উপস্থিতি কম পরিলক্ষিত হচ্ছে। অপরদিকে বিভক্ত নয়, ফোবানাকে এক ছাতার তলে আনার জন্য সচেতন প্রবাসী বাংলাদেশীরা দাবী জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকায় খাদ্য ব্যবসায়ীরা
হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’র দেখা মিলল নিউইয়র্কে
নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পচিম প্রথম আলো , ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে

আরও খবর