রাবি প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে সংবর্ধনা প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা প্রদানকালে উপাচার্যকে শহীদ জোহা ছাত্রবৃত্তি চালুর প্রস্তাব দেন তারা।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্ক জ্যাকসন হাইটসের নিউ এজ পার্টি হলে উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করেন অ্যালামনাইগণ।
সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মনিরুল হক।