1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
নামাজ পড়াতে বের হয়ে সড়কে প্রাণ গেল ইমাম-মুয়াজ্জিনের - Voice of New Jersey

নামাজ পড়াতে বের হয়ে সড়কে প্রাণ গেল ইমাম-মুয়াজ্জিনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে হাফেজ হাসান সিবাজী (১৮)। তারা বড়বাইদ এতিমখানার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার শিক্ষার্থী। হাফেজ হাবিবুর রহমান ৬ মাস আগে বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, তারা দুজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মাদ্রাসার সহকারী পরিচালক মো. ইব্রাহিম তশীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যয়নের ফাঁকে তারা দুইজন কাকরাইদ রামকৃষ্ণ জামে মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের চাকরি করতেন। ফজরের নামাজ পড়ানোর জন্য মাদ্রাসা থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT