নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল ১৯ (নভেম্বর) বুধবারে গোপন সংবাদ এর ভিক্তিতে নাটোর সদর থানাধীন ১নং রেলগেট পাশে ০৯ নং ওয়ার্ডের অস্তগত হোগল বাড়িয়া গ্রাম (বিসিআইসি) সার গোডাউন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম শুকনো গাঁজাসহ ২জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,মোঃ শাহিন আলী শেখ (৩৭), মোঃ আমিরুল ইসলাম (২০),উভয় সাং মির্জাপুর দিয়ার,থানা নলডাঙ্গা, জেলা নাটোর।নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোঃ হাসিবুল্লাহ হাসিব সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত