বেল্লাল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার:
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা আসামিরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুলাল, মাদ্রাসা এলাকায় আরিফ হাওলাদার, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের আরিফ হোসেন,পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া গ্রামের মোস্তফা খাঁন, ঝালুকাটি জেলার রাজাপুর উপজেলার কেওয়াতা গ্রামের রফিকুল ইসলাম ও ফেরদৌস হাওলাদার।
নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেফতারকৃতরা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ শনিবার দুপুরে চাঁদপুর এলাকায় ওই যাত্রীবাসে তল্লাশি চালায়। এসময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা উদ্ধার করে।
পুলিশ সুপার আরও বলেন, আটককৃত আসামিদের জিজ্ঞাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত