দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেস ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সদস্যদের উপস্থিত ভোটে নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি জহিরুল ইসলাম আনারস প্রতীকে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) কাজী সোহেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন কেনেন। এতে তিনজন প্রার্থী ভোট বর্জন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের শাহীনুর রহমান তুতি, সহ-সভাপতি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবজমিনের ইমরান হোসেন সুজন, কার্যকরী পরিষদ সদস্য পদে বাংলানিউজ টুয়েন্টিফোরের শেখ সালাহ উদ্দিন বাচ্চু নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নবাবগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি দায়িত্ব পাওয়ার পর গত ৫ জানুয়ারি নবাবগঞ্জ প্রেস ক্লাবের তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়ন ক্রয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি, যাচাই-বাছাই ৯ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি, এবং ভোটগ্রহণ ১৩ জানুয়ারি উল্লেখ করা হয়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত