অনলাইন ডেস্ক:
দেশের বাজারে আগামী এপ্রিলের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।আগামী মাসে জ্বালানি তেলের দাম চলতি মার্চের মতোই রাখা হয়েছে। কোনো তেলের দাম বাড়ানো হয়নি। আগামীকাল মঙ্গলবার থেকে তেলের এ দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে সরকার। প্রাইসিং ফর্মুলার আলোকে এপ্রিলের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রল ১২২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত