বগুড়া প্রতিনিধি:বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। কাজ শেষে রাত সোয়া ৮টার দিকে অটোভ্যানে নিজ নিজ বাড়ি ফিরছিলেন তারা। সাড়ে ৮টার দিকে মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত