1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
দাপট দেখিয়েও ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ - Voice of New Jersey

দাপট দেখিয়েও ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও জয় পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। তৃতীয় রাউন্ডে সি গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় বহুল আলোচিত হামজা চৌধুরীর। অন্যদিকে অবসর ভেঙে ভারতীয় শিবিরে ফেরেন দলটির কিংবদন্তি সুনীল ছেত্রী।

ফিফা র‌্যাংকিংয়ে ২১০ দেশের মধ্যে ভারতের বর্তমান র‌্যাংকিং ১২৬, আর বাংলাদেশের ১৮৫। তবে যোজন পিছিয়ে থেকেও মাঠে বাংলাদেশই দাপট দেখিয়েছে। একাধিক বার ভারতের গোল পোস্টে আক্রমণ করেছে হামজারা। তবে সবকটি গোলের সুযোগ মিসও করেছে তারা।

ম্যাচের শুরুর পরই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।ম্যাচের ৩১ সেকেন্ডের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে বল দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মারেন জনি।

ম্যাচের ৯ মিনিটের মাথায় বক্সে বল পেয়েছিলেন শাহরিয়ার ইমন। মোরসালিনের বাড়িয়ে দেওয়া বলে বলে তার হেড গোলপোস্টের পাশ ঘেষে চলে যায়। ম্যাচের ১৭ মিনিটে ডান প্রান্ত হামজার থ্রুও এনে দিয়েছিল গোলের সুযোগ। তবে জনি বাং অন্য কেউ সে সুযোগ কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ২১ মিনিটে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ। এরপরও কয়েক বার আক্রমণ করে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে ভারতও কয়েক বার আক্রমণ করে। বাংলাদেশের হয়ে ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক মিতুল বড়ুয়া।

দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ঢিমেতালে চলে। কোনো দলই তাড়াহুড়া করে ভুল করতে চায়নি। মাঝমাঠে চলে বল দখল নিয়ে জমাট আক্রমণে ওঠার লড়াই।

খেলার ৬১ মিনিটে রাকিবের প্রেসিংয়ে পড়ে বল আবারও ভুল পাস দিয়ে বসেন ভারতের গোলকিপার বিশাল কাইথ। বলটা পেয়ে যান জনি। ডিফেন্ডার শুভাশীষকে কাটিয়ে যেভাবে জনি শট নিতে চেয়েছিলেন কিংবা ক্রস করতে, সেভাবে পারেননি। জনি বল পাওয়া মাত্র শট নিলে কি গোলের সম্ভাবনা জাগত? যা করেছেন তার চেয়ে অন্তত শট নেওয়াটা বেশি কার্যকর ছিল।

৭৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মার্কারকে দূরে ঠেলে হেড নিয়েছিলেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। বুলেট গতির হেড পোস্টে পাশ দিয়ে চলে যায়।

শেষ দিকে লং থ্রোয়ের পর জটলার ভেতর থেকে ফিরতি বল পেয়েছিলেন বদলি নামা স্ট্রাইকার ফয়সাল। বাঁ প্রান্তে বেশ দূরত্ব থেকে বাঁ পায়ের বুলেট গতির শট নেন। বলটি কোনোমতে ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার বিশাল কাইথ।

এরপর দুদল সেভাবে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে না পারায় সমতায় নিয়েই মাঠ ছাড়ে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT