আন্তর্জাতিক ডেস্ক:ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।আজ শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে আমাদের মহান দেশে আর স্বাগত জানানো হবে না।’তিনি তাকে একজন ‘বর্ণবাদী রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘তার সঙ্গে আমাদের আলোচনা করার কিছু নেই।’
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো যা মার্কিন ইতিহাসে অনেকটা বিরল ঘটনা। এর আগে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার জন্যে মার্কিন সহায়তা বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল। গাজায় গণহত্যার জন্য ইসরায়েল সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।