1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
তুরস্কে বিক্ষোভ, সাংবাদিকসহ আটক ১১৩৩ - Voice of New Jersey

তুরস্কে বিক্ষোভ, সাংবাদিকসহ আটক ১১৩৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:উত্তাল হয়ে উঠেছে তুরস্ক। আর আন্দোলন দমাতে কঠোর অবস্থানে গেছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সরকার।গত কয়েকদিনের আন্দোলনে ৯ জন সাংবাদিকসহ ১১৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বুধবার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তার করা হয়৷ সেদিন থেকেই দেশজুড়ে চলছে বিক্ষোভ৷ রবিবার দুর্নীতির অভিযোগে করা মামলায় ইমামোলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইমামোলুর বিরুদ্ধে মামলাকে বিরোধী দল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বিরুদ্ধে অভিহিত করেছে।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ( সিএইচপি)-র ডাকা বিক্ষোভ ‍শুরু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ‘পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ১১৩৩ জনকে আটক করা হয়েছে এবং ১২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।’

ইস্তাম্বুলের সারাচান জেলায় এক বিক্ষোভ সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, ইমামোলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT