অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার লন্ডনের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক। প্রথম পর্ব পরিচালনা করেন বিদায়ী সেক্রেটারি জেনারেল সলিসিটর আনোয়ার কবীর খান।
সভায় আগামী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সাহিত্যিক কচি কবির, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত এবং ট্রেজারার নির্বাচিত হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অজিত কুমার সাহা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি রহমান জিলানী, প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধীর রঞ্জন দাস (তনু), ভাইস প্রেসিডেন্ট নসিরুল্লা খান জুনায়েদ, ভাইস প্রেসিডেন্ট সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, আবদুল হাকিম ভুঁইয়া, বুলবুল আহমেদ, কাউন্সিলর সাইমা আহমেদ, শামীমা বেগম মিতা, মিনারা সুলতানা, সলিসিটর হালিম বেপারী, ড. আবদুল আউয়াল, ডা. মাসুমা আকতার, ডা. শম্পা দেওয়ান প্রমুখ।