অনলাইন ডিজিটাল ডেস্ক:
যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক। এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার ঠিক আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।
এসময় হোটেল থেকে নেমে দলের নেতাকর্মীদের দিকেও হাত নাড়িয়ে অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হোটেলে প্রবেশ করেন তিনি। এসময় দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে নিরাপত্তা বলয়ের কারণে নেতাকর্মীরা কাছে আসতে পারেননি। দূর থেকে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এসময় তাদের হাতে তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ও ব্যানার ছিল।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন।