আন্তর্জাতিক ডেস্ক:ভয়েস অব আমেরিকা (ভিওএ) এবং রেডিও ফ্রি এশিয়াসহ মার্কিন অর্থায়নে পরিচালিত সম্প্রচারমাধ্যমগুলোতে কর্মরত শত শত সাংবাদিককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই পদক্ষেপকে আমেরিকার বিশ্বব্যাপী মিডিয়া প্রভাবের ওপর একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে রোববার (১৬ মার্চ) সামাটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিওএ, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও ফ্রি ইউরোপের মতো সংবাদমাধ্যমগুলোর শত শত সাংবাদিক ও কর্মীদের সপ্তাহান্তে একটি ই-মেইল পাঠানো হয়। এতে বলা হয়, তাদের আর অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া এতে তাদের প্রেস পাস, অফিসের দেওয়া টেলিফোন এবং অন্যান্য সরঞ্জাম জমা দিতেও বলা হয়।
শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ‘ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া’ (ইউএসএজিএম)- কে ‘প্রেসিডেন্ট কর্তৃক নির্ধারিত ফেডারেল আমলাতন্ত্রের উপাদানগুলোর মধ্যে অপ্রয়োজনীয়’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং সাবেক সংবাদ উপস্থাপক ও ইউএসএজিএমের প্রধান ক্যারি লেক অভ্যন্তরীণ এক ইমেইলে বলেছেন, ফেডারেল অনুদানের অর্থ এজেন্সির অগ্রাধিকারে কার্যকর হবে না।
ইতিমধ্যে, হোয়াইট হাউসের প্রেস কর্মকর্তা হ্যারিসন ফিল্ডস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ২০টি ভাষায় ‘বিদায়’ লিখেছেন। এটিকে ভিওএ-এর বহুভাষিক অনুষ্ঠানের সরাসরি উপহাস হিসেবে দেখা হচ্ছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত