আন্তর্জাতিক ডেস্ক:নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় বৈঠকে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আজ বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
পুতিন বলেছেন, তিনি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘যে কোনো সময়’ দেখা করতে প্রস্তুত।
তিনি বলেন, ‘আমি জানি না, কখন আমি তাকে দেখতে যাব। তিনি (ট্রাম্প) এ বিষয়ে কিছু বলছেন না। তার সঙ্গে চার বছরেরও বেশি সময়ের মধ্যে আমার কোনো কথা হয়নি। তবে আমি অবশ্যই এর জন্য প্রস্তুত। যেকোনো সময়।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র একদিন পর গত ৭ নভেম্বর ফ্লোরিডা থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সে সময় ওই ফোনালাপ সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি জানান, ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দেন। পাশপাশি তিনি শিগগির ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আরও আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত