অনলাইন ডেস্ক:
আজ শনিবার দুপুর ৩টায় টটোয়া ইউনিয়ন ব্লুবার্ড সাবওয়ে স্যান্ডউইচ স্টোরে ডাকাতির চেষ্টা করতে গেলে পুলিশ একজন কে গ্রেফতার করেছে।
জানা যায় টটোয়া ইউনিয়ন ব্লুবার্ড সাবওয়ে স্যান্ডউইচ স্টোরে মুখোশধারী ডাকাত কাজে দায়িত্বরত ফারাহ এর কাছ থেকে ক্যাশ রেজিস্ট্রার নেওয়ার চেষ্টা করে। তখন ফারাহ দিতে না চাইলে ভয় দেখাতে চষ্টা করে।
তৎক্ষনাৎ সহকর্মী সাবরিনা মুখোশধারী ডাকাতের ভয়ে পিছনের দরজা দিয়ে বাইরে গিয়ে চিল্লাতে থাকলে কিছু সংখ্যক ডাকাত পালিয়ে যায়। তবে পুলিশ একজন কে গ্রেফতার করতে পেরেছেন।
এদিকে এই ঘটনায় ফারাহ ও সাবরিনা দুজনই সুস্থ আছেন।