আন্তর্জাতিক ডেস্ক:
জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের প্রতি তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ট্রাম্পের দাবি, তেলের দাম কমলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্বনেতাদের সম্মেলনে এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা।
ট্রাম্প বলেন, আমি সৌদি আরব ও ওপেককে তেলের দাম কমানোর অনুরোধ জানাবো। সত্যি বলতে, আমি অবাক হয়েছি যে, তারা এটি নির্বাচনের আগেই করেনি। এটি খুব একটা ভালো ইঙ্গিত ছিল না।ট্রাম্প দাবি করেছেন, উচ্চ তেলের দাম রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।
তিনি বলেন, যদি তেলের দাম কমে যায়, তাহলে যুদ্ধও শেষ হয়ে যাবে। কারণ এখন রাশিয়ার তেলের আয়ের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।
ট্রাম্প তার বক্তব্যে সৌদি আরবের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও কথা বলেন। সম্প্রতি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ট্রাম্প বলেন, তিনি সৌদি নেতৃত্বের কাছে এই বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার অনুরোধ করবেন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত