অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার বেলা ৩টার কিছু পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত রয়েছেন।
এর আগে গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।
সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, এমন নীতি ঘোষণার পরই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।