আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানির জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন রক্ষণশীলরা। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রিডরিখ মেৎস দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন। তাদের এই জয়ের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জার্মানির নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, জার্মানির জনগণ ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্য-বাম সরকারের নীতি প্রত্যাখ্যান করেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নিজস্ব সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই জার্মানির জনগণ এত বছর ধরে প্রচলিত সাধারণ এজেন্ডাবিহীন, বিশেষ করে জ্বালানি এবং অভিবাসন বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে। জার্মানির জন্য আজ একটি ঐতিহাসিক দিন।’
এদিকে নির্বাচনে জয়ে মেৎসকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
প্রসঙ্গত, রোববার (২৩ ফেব্রুয়ারি) জার্মানিতে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিডিইউ এবং সিএসইউ পেয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ ভোট। বিপুল পরিমাণ ভোট কমেছে চ্যান্সেলর ওলাফ শলৎজের দল এসপিডি-র। প্রায় ৯ শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট। দ্বিতীয় জায়গায় আছে অতি দক্ষিণপন্থি দল এএফডি। তারা পেয়েছে ২০ দশমিক আট শতাংশ ভোট।
জার্মানিতে নতুন চ্যান্সেলর হতে পারেন সিডিইউ নেতা ফ্রিডরিশ মেৎস। জয়ের পর উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে মেৎস বলেন, ‘তিনি তার অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন। চলুন আজ রাত উদযাপন করি এবং সকালে আমরা কাজে যাবো।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত