অনলাইন ডেস্ক:রাজধানীর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের (বর্তমানে বিজিবি) অন্তত ২০০ জওয়ান।
আজ রবিবার রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
মামলার প্রসিকিউটর সরকার নুরে এরশাদ সিদ্দিকী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং এই মামলার সাক্ষীরা যাদের নাম বলেননি, তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া জওয়ানদের সংখ্যা দুই শতাধিক হবে বলে ধারণা করা হচ্ছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত