গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ/লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স/আইসিটি শেষপর্ব পরীক্ষার আবেদন ফরমপূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ৪ নভেম্বর সোমবার থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ করা হবে। এছাড়াও পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখ, নিয়মাবলী ইত্যাদি বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত ওয়েবসাইট (https://www.nu.ac.bd/examination-notice.php) থেকে পাওয়া যাবে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণের ওয়েবসাইট হচ্ছে https://nubd.info/formfillup।